|
---|
নূর আহমেদ,মেমারি : ৮ অক্টোবর, মেমারী থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সিমলে গ্রামের বসু বাড়ির পুজো এ বছর ৭৬ তম বর্ষে পদার্পণ করেছে, সেই উপলক্ষে দুর্গা পুজোকে কেন্দ্র করে বৃক্ষরোপন কর্মসূচি নেওয়া হয় বসু পরিবারের পক্ষ থেকে, এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ নাগ, মেজ বাবু বিশ্বনাথ দাস, SI তাপস শীল সহ অন্যান্যরা, এদিন মোট ৭০টি চারা গাছ রোপন করা হয় এবং উপস্থিত সকলেই একটি করে চারা গাছ রোপন করেন। বসু পরিবারের সদস্য রামকৃষ্ণ বসু জানান যে দুর্গাপুজোকে কেন্দ্র করে এই বসু পরিবারের পক্ষ থেকে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় পাশাপাশি এলাকার শতাধিক দুঃস্থ আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষের হাতে পুজোর উপহারস্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বসু পরিবারের পক্ষ থেকে এবং প্রতিবছরের মত এ বছরও পূজোর চারটে দিন অন্ন ভোগের আয়োজনের ব্যবস্থাও করা হয়েছে।