|
---|
সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা বাদুড়িয়ার কাটিয়াহাট আল-হেরা একাডেমি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয় সাড়ম্বরে এদিন উপস্থিত ছিলেন মিশনের ডাইরেক্টর, সিরাতের রাজ্য সম্পাদক ও রাহানা সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবু সিদ্দিক খান, বোর্ড অফ ট্রাস্টীর সদস্য হাফেজ আবু বকর সরদার, নার্সারি বিভাগের বিভাগীয় প্রধান ইউনুস আলী গাজী সহ সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বক্তব্য ও কবিতাপাঠ করেন, হোস্টেল সুপার, রায়হান হোসেন, তরিকুল গাজী, শিক্ষক ফয়জুর রহমান গাজী, শিক্ষিকা মাহফুজা খাতুন,বিশ্বজিৎ স্যার, ইমরান মোল্লা প্রমুখ!
ডাইরেক্টর আবু সিদ্দিক খান, একুশে ফেব্রুয়ারির কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? এছাড়া বলেন, “ফেব্রুয়ারির ২১ তারিখ, দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত” এবিষয়ে তিনি আরো বলেন, ১৯৫২ এর ২১ শে ফেব্রুয়ারী কেবলমাত্র ক্যালেন্ডারের একটি দিন নয়, এদিন বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। যা কখনো ভুলবার দিন নয়। এটি বাঙালী মাতৃভাষা প্রেমীদের সংগ্রামের দিন, শপথের দিন। মাতৃভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দিন। শিশু প্রথম কথা বলতে শেখে তার মায়ের ভাষাতেই। তাই মায়ের ভাষা তথা মাতৃভাষা বাঁচাতে তরুণ তুর্কী বরকত, সালাম,জব্বার শফিউর এর মত ছাত্রদের আত্মত্যাগ ও জীবন বলিদানে আমরা এই ভাষা উপহার পেয়েছি। আমরা তাঁদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করি।
এদিন আল হেরা জামে মসজিদে জুমাবাদ সকল শহীদদের জন্য ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া করা হয়।