|
---|
লুতুব আলি, বর্ধমান, ২১ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বাহাদুরপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অভিনব কায়দায় কলা শিক্ষা প্রদর্শনী ও বিদায় সংবর্ধনা জানানো হল। ছাত্র-ছাত্রীদের বিরিয়ানির সঙ্গে মিষ্টি খাওয়ানো হলো। গোলাপ ফুল ওপেন দিয়ে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। কলা শিক্ষা প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে তৈরি করা শিক্ষামূলক বিভিন্ন ধরনের জিনিস প্রদর্শনীতে হাজির করেছিল। প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিকে প্রবেশ করার প্রাক্কালে এ হেনো ব্যবস্থাপনা দেখে এলাকার শিক্ষক মহল সন্তোষ প্রকাশ করেছেন। বাহাদুরপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সুহানা খাতুন, সুচরিতা সরেন, শাহিনুর মুন তাজ, আসলাম আলী, সাবানা খাতুন, শেখ আতাউর রা দারুন খুশি হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় চাঁদ সরকার, মৃত্যুঞ্জয় দে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত জয়পাল, সহশিক্ষক বিশ্বনাথ আমানি, শেখ আব্দুর রহমান, রাধাকান্ত নন্দী, শিক্ষিকা তনুশ্রী ঘোষ হালদার সহ অভিভাবকবৃন্দ ।