|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : সমাজ ভাবনা ও সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে পথ সংকেত প্রকাশনী থেকে প্রকাশিত পথ সংকেত পত্রিকা । গত ৭ই সেপ্টেম্বর বারাসাতে জেলা পরিষদ ভবনে গুণীজনের উপস্থিতিতে প্রকাশ হল নতুন সাহিত্য পত্রিকা
প্রান্তদেশ। অনুষ্ঠানের শুভ সূচনা হয় দীপালি হালদার পরিবেশিত উদ্বোধনী সংগীত দিয়ে।
অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে পত্রিকা প্রকাশ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রান্তদেশ পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য সুবোধ বিশ্বাস ।
পত্রিকার বিষয়ভিত্তিক আলোকপাত করেন প্রান্তদেশ ও পথ সংকেত প্রকাশনীর কর্ণধার নারায়ণ বিশ্বাস। তিনি লেখক কপিল কৃষ্ণ ঠাকুরের সাহিত্য জীবনের বিভিন্ন আলোকিত অধ্যায়কে তুলে ধরেন । অনুষ্ঠান মঞ্চে যামিনী কথা পত্রিকার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয় প্রখ্যাত কথা সাহিত্যিক কপিলকৃষ্ণ ঠাকুর কে।
এদিন অনুষ্ঠান মঞ্চে প্রকাশ হয় মনীষী চেতনায় সুনীলকৃষ্ণ মন্ডলের ঈশ্বর ও নাস্তিকতা, পূর্বাশা মন্ডলের এক বুক অন্ধকার, দুলাল চন্দ্র অধিকারী রচিত স্মৃতি সত্য কথা : এপার বাংলা ওপার বাংলা ও ডা নিত্যানন্দ হালদারের মতুয়া ধর্ম বনাম মার্ক্সবাদ । মনীষী চেতনায় ঈশ্বর ও নাস্তিকতা বই প্রসঙ্গে আলোচনা করেন সাধন বিশ্বাস , সম্পাদক, হেতুবাদী ও নাস্তিক মঞ্চের সংগঠক । বিভিন্ন পত্রিকার লেখক ও সম্পাদক সমন্বয়ে এটি ছিল গুণীজন সমাবেশ। অনুষ্ঠানেউজ্জ্বল উপস্থিতি ছিল লেখক সুরঞ্জন প্রামানিক, লেখক ও বিজ্ঞানকর্মী সুরেশ কুন্ডু , আরশি নগর পত্রিকার সম্পাদক সুবিদ আলি মোল্লা , বর্ষা মন্ডল , অধ্যাপিকা (ব্রেইনওয়ার)চেতনা পত্রিকার সম্পাদক রবিন দাস , অধ্যাপক
ড বিশ্বজিৎ সরকার , ড বিষ্ণু সিকদার
, বিশিষ্ট কবি বৈজয়ন্ত রাহা,রোডম্যাপ পত্রিকার সম্পাদক আব্দুর রহমান,অধ্যাপক জ্যোতি ঘোষ , কবি ডা তরুণ কুমার দাস,প্রতিধ্বনি পত্রিকা সম্পাদক , সুদিন গোলদার ,বাসুদেব মুখোপাধ্যায় ।গণসংস্কৃতি পত্রিকার সম্পাদক
অধ্যাপক অমলেন্দু দেবনাথ, দীপন মিত্র , বিশিষ্ট কবি ড বিরাট বৈরাগ্য ,দেবাংশু সরকার , রাজ্য সরকারি আধিকারিক ও সমাজসেবী গল্পদেশ পত্রিকার গৌতম অধিকারী , সমকাল পত্রিকার লেখক ও সম্পাদক অধ্যাপক সুবীর মুখোপাধ্যায়। এরপর ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। প্রান্তদেশ এর সকল সংগঠক, এবং সভাগৃহের কবি সাহিত্যিকদের উপস্থিতে প্রান্তদেশ পত্রিকার উদ্বোধন করেন লেখক কপিলকৃষ্ণ ঠাকুর। মঞ্চে সম্মাননা জ্ঞাপন করা হয় প্রান্তদেশ পত্রিকার সহ সম্পাদক নারায়ণ বিশ্বাস , যামিনী কথা পত্রিকার সম্পাদক,সুনীলকৃষ্ণ মন্ডল, ,বাসুদেব মুখোপাধ্যায় , অসিত চক্রবর্তী, প্রচ্ছদশিল্পী পলাশকান্তি বিশ্বাস প্রমুখ গুণীজনদের। এদিন পথ সংকেত প্রকাশনীর ওয়েবসাইটেরও সূচনা হয়। উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন কপিলকৃষ্ণ ঠাকুর,অমলেন্দু দেবনাথ ,ড বিরাট বৈরাগ্য, দেবাংশু সরকার ও গৌতম অধিকারী। এ দিনের অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল কবিতা পাঠের আসর। কবিতা পাঠ করেন প্রবীর হালদার,স্বপন কুমার বালা, আব্দুর রহমান, নবকুমার বিশ্বাস, অধ্যাপক জ্যোতি ঘোষ ,সুবিদ আলি মোল্লা,সুদিন গোলদার, বৈজয়ন্ত রাহা,ডা: সাবিনা ইয়াসমিন , ড জয়শ্রী মিত্র ও আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বি কে স্বপন , গৌতম বালা , পরিমল বিশ্বাস ও পলাশকান্তি বিশ্বাস।