|
---|
এম.এ.সাত্তার, ভাঙ্গড় : হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার পার্শ্ব -শিক্ষক ( ইংরেজি )মোবারাক আলি গত ১৬ডিসেম্বর, সোমবার রাত ১১ টা নাগাদ ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। সহধর্মিনী সহ তিনি দুই পুত্র রেখে গেছেন। উল্লেখ্য বুকে ব্যাথা সহ শ্বাসকষ্ট অনুভূত হলে তাঁকে জিরানগাছা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানেই তিনি মারা যান। সদা হাস্য ,কর্মমুখর, ছাত্রদরদী শিক্ষকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা সকলেই তাঁর রুহের মাগফিরাত কামনা পূর্বক শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। এবং পরিবারের সকলেই যাতে সবরে জামিল (ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন) তার জন্য দরবারে এলাহিতে প্রার্থনা করেন। পরদিন ১৭/১২/২০২৪ মঙ্গলবার জোহরের নামাজ বাদ দেড়টা নাগাদ তাঁর জানাজা নামাজে অগণিত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নিজ বাসভুমি পাইকান গ্রামে বাটির সন্নিকট কবর স্থানে তাঁকে দাফন করা হয়।