হাওড়া প্রেস ক্লাবের ৪৭তম প্রতিষ্ঠা দিবস পালন

কৌশিক ঘোষ,হাওড়া: ৮ সেপ্টেম্বর,সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাওড়ার রামগোপাল মঞ্চের নিত্য আনন্দ সভাকক্ষ্যে হাওড়া প্রেস ক্লাবের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো।প্রথম পর্বে কবি সম্মেলন ও দ্বিতীয় পর্বে কবি সম্মেলনে অংশগ্রহণকারী দের শংসাপত্র প্রদান, গুণীজন সংবর্দ্ধনা, জীবনকৃতি সম্মান,সদস্য সম্মাননা প্রদান, কবিতাপাঠ,সংগীত পরিবেশন ও বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের পৌর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, শিক্ষাবীদ অমিতাভ দত্ত, হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা,সম্পাদক সুজিত কুমার পাল,সহ সভাপতি শৈবাল বসু,বাণীব্রত কাঁড়ার,স্বপ্না দত্ত, যুগ্ম সম্পাদক ড.কৌশিক ঘোষ,সৌরভ সিনহা, কোষাধ্যক্ষ শিবনাথ চক্রবর্তী সহ অন্যান্য প্রবীন নবীন সাংবাদিক গণ ও সমাজের বিশিষ্ট কবিগণ। এবারের জীবন কৃতী সম্মান প্রদান করা হলো ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুকুমার দত্ত ও বর্ষীয়ান সাংবাদিক বিজন কুমার পল্ল্যে কে। সদস্য সম্মাননা প্রদান করা হয় অঞ্জনা দে কে। উপস্থিত সকলেই হাওড়া প্রেস ক্লাবের অতীতের স্মৃতিচারণা করে হাওড়া প্রেস ক্লাবের আগামী দিনের গৌরবময় সাফল্যের কথা তুলে ধরলেন।