আইডিয়াল সার্চ এক্সামিনেশন – ২০২৪ ‘ এ উত্তীর্ণদের পুরস্কার বিতরণ

এম ওয়াহেদুর রহমান,সামসী, মালদহ : অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশনের ( আইটা) এর মালদহ জেলা শাখার উদ্যোগে উত্তর মালদহের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের উত্তীর্ণ পরীক্ষার্থীদের সামসী কলেজ প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষক ও অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশনের মালদহ জেলা শাখার সহ সভাপতি তোফাজ্জল হোসেন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশন ( আইটা) সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ৬ অক্টোবর ২০২৪ আইডিয়াল সার্চ এক্সামিনেশনের আয়োজন করে। এই পরীক্ষার ফলাফল ঘোষিত হয় ৩০ নভেম্বর ২০২৪ অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশনের রাজ্য সভাপতি মাহবুবুল হক বলেন, ‘সারা রাজ্য জুড়ে এবার প্রায় দোদ্দ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, তন্মধ্যে প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থী মালদহ জেলা থেকে পরীক্ষায় অংশ গ্ৰহন করে। এবার সম্পূর্ণ ও এম আর পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হয়েছিলো।’ অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশনের মালদহ জেলা শাখার সম্পাদক ও সামসী কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘ আমরা আজকে মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা,নৈকান্দা হাই মাদ্রাসা,চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন ,সামসী এগ্ৰিল হাই স্কুল,ভাদো বি এস বি হাই স্কুল সহ মোট কুড়িটি পরীক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘ আইডিয়াল সার্চ এক্সামিনেশন – ২০২৪ ‘ এর উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করলাম ,যেন ছাত্র – ছাত্রীরা আগামী দিনে আরো উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ গ্ৰহন করে।’ উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুল গনি কলেজের অধ্যাপক ড. মোহাঃ ইসমাইল,বিশিষ্ট শিক্ষক মোহাঃ রফিকুল ইসলাম, সাহিত্যিক ও নাট্যকার এম ওয়াহেদুর রহমান, অধ্যাপক মুরশেদুল হাসান, শিক্ষক সাজাহান আলি, সাংবাদিক ও শিক্ষক মরতুজ আলম সহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত অসংখ্য ছাত্র -ছাত্রী সহ অভিভাবক ও অভিভাবিকা গণ উপস্থিত ছিলেন।