|
---|
নিজস্ব সংবাদদাতা : ৩রা আগষ্টে আস্সাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ২০২০সালের ফাজিলে যুগ্মভাবে প্রথম পিরজাদা উজায়ের সিদ্দিকী কে সংবর্ধনা দিয়ে সম্মাননা ঞ্জাপন করল ট্রাস্টের সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মুখপাত্র আবু আফজাল জিন্না। পাশাপাশি লকডাউন পর্ব শেষ হলে যুগ্মভাবে প্রথম আবু বকর দালাল কেও সংবর্ধনা জানানো হবে ইনশায়াল্লাহ। পিরজাদা উজায়ের সিদ্দিকী ও ট্রাস্টের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।