|
---|
ইলিয়াস মল্লিক, হাওড়া: প্যালেস্টাইনের গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে হাওড়া জেলার জগৎবল্লভপুর এলাকার একদল সচেতন ও মানবিক যুব সমাজ। সামাজিক দায়িত্ববোধ থেকে উদ্বুদ্ধ হয়ে তারা গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের পাঠানো বিশাল আকারের জলের ট্যাঙ্ক গাজার উদ্দেশ্যে পাঠানোর একটি ভিডিও। ভিডিওটি দেখে ব্যাপক সাড়া পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। এবার তারা আরও বড় পরিসরে সাহায্যের উদ্যোগ নিয়েছে – এইবারের লক্ষ্য গাজার মানুষের জন্য খাদ্যসামগ্রী পাঠানো।
রবিবার সকালে জগৎবল্লভপুরের মুন্সিরহাট ও বড়গাছিয়া অঞ্চলের বিভিন্ন বাজার, রাস্তা ও জনবহুল এলাকায় তারা স্বইচ্ছায় চাঁদা সংগ্রহের কাজ চালিয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্থানীয় মানুষজন তাদের এই মহৎ কাজে সমর্থন জানিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সংগ্রহ করা অর্থ দিয়ে শীঘ্রই তারা চাল, ডাল, তেল, শুকনো খাবার ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী গাজায় পাঠাবে। এই খাদ্যসামগ্রী পাঠানোর জন্য তারা ইতিমধ্যেই একটি বিশ্বস্ত এনজিও-র সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, যারা এই সমস্ত সহায়তা সরাসরি গাজায় পৌঁছে দেবে।
গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মানবিক কর্মকাণ্ডে আরও কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তাহলে তারা সরাসরি এই যুবকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, নিচের লিঙ্কে ক্লিক করে যেকোনো একটি QR কোড স্ক্যানের মাধ্যমে সহজেই আর্থিক সাহায্য পাঠাতে পারেন।
https://drive.google.com/drive/folders/1lrgoM2CedrSW4TsjyxNxqbmFW0h1mjJo
সমাজের সচেতন নাগরিক হিসেবে তারা মনে করে, “মানবতার কোন সীমানা নেই – আজ যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, তাহলে মানবতা ব্যর্থ হবে।”
এই যুবকদের এই প্রচেষ্টা শুধু স্থানীয় স্তরেই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশজুড়ে প্রশংসিত হচ্ছে। তাদের এই নিরলস পরিশ্রম ও উদ্যোগ ভবিষ্যতে আরও মানুষকে উদ্বুদ্ধ করবে, এটাই সবার আশা।