ফ্ল্যাট থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ!

নিজস্ব সংবাদদাতা :ফ্ল্যাট থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ! এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে দু’জনের। আত্মহত্যা না নাকি এই মৃত্যুর পিছনে অন্যকোনও কারণ জড়িয়ে রয়েছে, সেটাই ভাবাচ্ছে পুলিশকে (Mystry Death)।

    জানা গেছে, হাওড়ার টিকিয়াপাড়া (Tikiapara) এলাকার বশিরউদ্দিন মুন্সি লেনের একটি ফ্ল্যাটের তিনতলার ঘর থেকে উদ্ধার হয় মা-মেয়ের নিথর দেহ। পুলিশ সূত্রের খবর, আয়েশা খাতুন (৫৫) এবং মেয়ে শারজাহা খাতুন (৩৫) থাকতেন ওই ফ্ল্যাটে। সোমবার দুপুরে আয়েশার অন্য মেয়ে ফ্ল্যাটে আসেন। এসে দেখেন ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। তাঁর মা ও দিদি খাটে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।এমন অবস্থায় মা-দিদিকে দেখে চিৎকার শুরু করেন আয়েশার ওই মেয়ে। তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা এসেই অবস্থা বুঝে নিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত (Mystry Death) বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, আয়েশা খাতুন নামে ওই মহিলার স্বামী রেলের অস্থায়ী কর্মী। তিনি কিছুদিন আগেই আয়েশাকে তালাক দেন। এরপর থেকে ওই ফ্ল্যাটে একাই থাকতেন আয়েশা। তিনদিন আগে মহিলার চার মেয়ের মধ্যে এক মেয়ে শারজাহা খাতুন মায়ের কাছে আসেন। রবিবার রাতে ওই মহিলাকে শেষবার বাজার করে বাড়ি ফিরতে দেখেন প্রতিবেশীরা। তারপর আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি মা-মেয়ের।

    প্রতিবেশীদের কথায়, বছর দু’য়েক আগে ওই মহিলার ছেলে এবং ছেলে বউ একই ফ্ল্যাটে মারা যান। পুলিশের প্রাথমিক অনুমান, ফ্ল্যাটে ইঁদুরের উৎপাত ছিল। তাই ওই মৃত মহিলা ইঁদুর এবং পোকামাকড় মারার ওষুধ এনেছিলেন। সেই ওষুধ খাবারের চারপাশে ছড়ানোর ফলে কোনওভাবে বিষক্রিয়া হয়। পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহগুলিকে ময়নাতদন্ত করা হবে পাশাপাশি ভিসেরা পরীক্ষাও হবে।