৬-৭ মাসের প্রেমের পর নাবালিকাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতা : ফেসবুকে পরিচয়। সেই পরিচয় থেকেই কাছাকাছি আসা। ৬-৭ মাসের প্রেমের পর নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে চুঁচুড়া থানার পুলিশ। অপহরণের অভিযোগের দু’ ঘণ্টার মধ্যেই ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়। যদিও ধৃতের দাবি, তাঁর কোনও দোষ নেই। সমস্ত কিছু জেনেশুনেই ওই নাবালিকা তাঁর সঙ্গে সম্পর্কে জড়ায়।পুলিশ সূত্রে খবর, দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই যুবকের। বেশ কয়েক মাস ধরে কথাবার্তা চলে। চুঁচুড়ারই বাসিন্দা ওই যুবক। ৩০ বছর বয়স। তিনি বিবাহিত। সন্তানও আছে। বাউন্সার হিসাবে কাজ করেন তিনি। পার্ক স্ট্রিটের একটি বারে কাজ করেন তিনি। অভিযোগ, মেয়েটির বাড়ি থেকে ওই যুবকের সম্পর্কে জানতে পেরেই নিজেদের অমত জানায়। এ নিয়ে বাড়িতে কিছুটা অশান্তিও হয়।

    অভিযোগ, এরইমধ্যে রবিবার বিকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিযে যায় ওই নাবালিকা। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি ফেরেনি। বাড়ির লোকেরা ছুটোছুটি শুরু করে। পরে চুঁচুড়া থানায় নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে। খোঁজ শুরু করে পুলিশ। চুঁচুড়ার একটি শপিং মলের কাছ ওই যুবককে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয় ওই নাবালিকাকেও।থানায় জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতারও করা হয় যুবককে। যদিও ধৃত যুবক বলেন, “আমি একজনকে ভালবেসেছিলাম। আমার কোনও দোষই নেই। ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আমিই ওকে নিয়ে থানায় আসি। অথচ আমাকে পুলিশ গ্রেফতার করে নিল। আসলে ও নাবালিকা। সেটাই আমার ভুল হয়েছে। তবে ও সব জেনেশুনেই আমার সঙ্গে মিশেছে। ৬-৭ মাসের সম্পর্ক আমাদের। আমার ডিভোর্সের মামলা চলছে। কী আর করব শাস্তি দিলে সাজা ভোগ করব।”