জামালপুর ব্লকে আবুজহাটী ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বর্জন দিবস পালন করা হল।

পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে আবুজহাটী ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বর্জন দিবস পালন করা হল।
এদিন সকালে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে জনসাধারণকে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিডিও পার্থসারথি দে জয়েন্ট ভিডিও পঞ্চায়েত প্রধান রমজান শা জেলা আধিকারিক সহ অঞ্চলের সকল সদস্য, সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, পঞ্চায়েত এর সকল কর্মী আধিকারিক, আশা, আইসিডিএস, ভিআর পি, এস এইচ জি, বাজার কমিটি সকল পূজা কমিটি। সেই সঙ্গে পঞ্চায়েত অঞ্চলের ঝাপানডাঙ্গা সাবিত্রী দেবী বালিকা বিদ্যালয় ও ঝাপানডাঙ্গা পরেশনাথ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। এর পাশাপাশি এলাকার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন । প্লাস্টিক বর্জন দিবসে রাস্তার পাশাপাশি বিভিন্ন দোকানে ক্রেতা বিক্রেতাদের সচেতন করা হলো।