|
---|
সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলেরা লালগোলা থেকে কাবিলপুর, শীতেসনগর হয়ে – নশীপুর-১ পঞ্চায়েত পর্যন্ত ভাগীরথীর কোল- ভাঙন নৌকো যোগে পরিদর্শন করছেন জঙ্গিপুরের সাংসদ-খলিলুর রহমান ও বিধায়ক-মুহাম্মদ আলি। উপস্থিত আছেন পুবের কলম পত্রিকার প্রতিনিধি মুস্তাক আলি, সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, সুমন সরিফ প্রমুখ।