|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: আজ শ্যামপুর ১ ব্লক জুড়ে সচেতনতা কর্মসূচি নেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে।
ছিল ক্রাইম কন্ট্রোল সেল এর একটি টিম, যারা ৬ টি পাখি উদ্ধার করে যাদের অবৈধভাবে খাঁচায় বন্দি করে বিক্রি করার চেষ্টা করছিল। আগে থেকেই খবর ছিল শ্যামপুরের ইঁটভাটার শ্রমিকরা বিভিন্ন বনবাদাড় থেকে বন্যপ্রাণ হত্যা করছে। তাই এদিন অভিযানের অঙ্গ হিসাবে পরিবেশ মঞ্চের তরফ থেকে ইটভাটাতে মানবিক সম্পর্ক তৈরী করতে বাচ্ছাদের মাস্ক, পেপার সোপ, ছাতু, ছোলা, চিপস, বিস্কুট-এর একটি করে প্যাকেট দেওয়া হলো। ওদের বোঝানো হল বন্যপ্রাণ হত্যার ভয়াবহতা। সব মিলিয়ে আজ ভালো সাড়া পাওয়া গেল।
ব্যাপক লিফলেটিং মাইকিং হলো বিভিন্ন বাজারে। মঞ্চের ১০ জন এর টিম সব সময় পাশে ছিলো।