|
---|
সেখ মহম্মদ ইমরান, নতুন গতি,কেশপুর :- কেশপুর ব্লকের আনন্দপুর কৃষি প্রধান অঞ্চল। ওই অঞ্চলের ‘গাছের ডাক্তার বাবু’ নামে পরিচিত লালমোহন দে মহাশয়ের উদ্যোগে মাহিন্দ্রা কোম্পানির সহযোগিতায় আনন্দপুরে চাষে জৈব সারের ব্যবহার নিয়ে আলোচনা সভা হল। চাষে কেমিক্যাল ও প্রেস্টিসাইড ব্যবহারের থেকে জৈব সার ব্যবহার করলে কম খরচে বেশি লভ্যাংশ পাওয়া যায় সেই বিষয়ে বিশদ আলোচনা হয়। উপস্থিত এলাকার তিনশতাধিক কৃষকদের কে নিত্যনতুন পদ্ধতিতে চাষ করার প্রশিক্ষণ দেওয়া হয়। লালমোহন দে মহাশয়ের এই উদ্যোগ এলাকায় প্রসংশা কুড়িয়েছে। এই রকম বৃহৎ প্রচেষ্টার ফলে আনন্দপুর এলাকার কৃষক গণ বিশেষ ভাবে উপকৃত হচ্ছেন।