সংবাদদাতা : রবিবার,৯ফেব্রুয়ারী,আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘৯ নং সাহিত্য পাড়া লেন’ প্রকাশনীর স্টলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে তরুণ কবি ও বই লেখক জয়দেব বেরা’র লেখা একটি ভূতের গল্পের বই -“ভয়ানক সেই রাত”।লেখক জানিয়েছেন, এই বইটিতে কিছু অলৌকিক ও ভৌতিক গল্প রয়েছে যেগুলো পাঠকদের আশাকরি খুবই ভালো লাগবে।