|
---|
কৌশিক ঘোষ,কোলকাতা : কোলকাতার হলদিরাম ব্যাঙ্কয়েট হলে ৭ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রথম জেএফএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।ভারতের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাতশোর মতো প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাপান ফুনাকসি সতোকান ক্যারাটে এসোশিয়েশানের সহযোগিতায় ও মুখ্য উদ্যোক্তা সেনসি রাহুল সাহার নেতৃত্বে এই ক্যারাটে প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে ছোটদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো। এই ক্যারাটে প্রতিযোগিতায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোলকাতা পুলিসের এসিপি অঞ্জন দত্ত, এসিপি কৌশিক চক্রবর্ত্তী,এসিপি জীবন কুমার দত্ত, পৌরমাতা পিয়ালী সরকার ও সমাজসেবী পার্থ সরকার, পশ্চিমবঙ্গ জেএফএসকের সাধারণ সম্পাদক বরুণ কুমার গাঙ্গুলী,সারফারাজ,জয়ন্ত মুখার্জী, প্রতিযোগিতার মুখ্য আয়োজক সিহান রাহুল সাহা সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ক্যারাটে প্রতিযোগিতার মুখ্য উক্তোক্তা জেএফএসকের সভাপতি ও জাতীয় মুখ্য নির্দেশক সিহান রাহুল সাহা জানালেন কোলকাতায় তারা প্রথম বার এতো বড়োমাপের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করতে পেরে তারা অবিভূত।আগামীদিনে তারা আরো বৃহৎ পরিসরে এই ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করার কথাও জানান। কোলকাতা পুলিসের এসিপি গণ ছোট ছোট বাচ্ছাদের অংশগ্রহণের ভূয়সী প্রসংসা ও করেন।