|
---|
জাকির হোসেন সেখ,২৩ জুলাই, নতুন গতি: পরাজয়ের আশঙ্কাই সত্যি হল। আস্থাভোটে হার হল কুমারস্বামীর। এক সপ্তাহ ধরে স্নায়ুযুদ্ধের পরও কুমারস্বামী তাঁর সরকারকে টিকিয়ে রাখতে পারলেন না কর্নাটকে। বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে ব্যর্থ হলেন। ফলে কংগ্রেস- জেডিএস সরকারের পতন হল। এরপর শুরু হবে এবার নতুন সরকার গঠনের প্রক্রিয়া। আজ সন্ধ্যা ছ’টায় আস্থা ভোট নেওয়া হয়। ভোটের পর স্পিকার জানান ৯৯ টা ভোট গিয়েছে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর পক্ষে। আর বিজেপি ভোট পেয়েছে ১০৫ টা। আস্থা ভোটের আগেই দুই নির্দল বিধায়ককে দলে টানা নিয়ে কংগ্রেস আর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় বেঙ্গালুরুতে। পুলিশ গিয়ে দু’পক্ষের প্রায় ১০০ জনকে গ্রেফতার করে। আপাতত বেঙ্গালুরুতে যে কোনও রকম জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। গতকাল অর্থাৎ সোমবার পর্যন্তও দুই নির্দল বিধায়ক কংগ্রেসের সঙ্গে ছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু সন্ধ্যার দিকে তাঁদের মত পাল্টে যায়। আজ মঙ্গলবারের আস্থা ভোটে তাঁরা বিজেপির পক্ষে সমর্থন দেবেন বলে খবর রটে যেতেই শুরু হয় দুই বিধায়কের খোঁজ। কংগ্রেস নেতারা যখন জানতে পারেন যে, বিজেপি দুই বিধায়ককে বেঙ্গালুরুতেই আটকে রেখেছে, সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধারের অভিযানে নামে কংগ্রেস। দলের কয়েকশো কর্মী গিয়ে চিহ্নিত বাড়িটি ঘিরে ফেলেন। সেখানে আগে থেকেই মোতায়েন ছিলেন বিজেপি কর্মীরা। বাড়ির ভিতরে ঢুকতে গেলে কংগ্রেস কর্মী-সমর্থকদের বাধা দেন তাঁরা। শুরু হয় অশান্তি। মারধর, ধাক্কাধাক্কিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় দু’দলের শতাধিক কর্মী সমর্থককে।