|
---|
আজিজুর রহমান : গলসিতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারল বিহারগামী যাত্রীবাহী বাস। দুর্ঘটনার জেরে মৃত্যু হল ট্রাক চালকের। মৃতের নাম কৌশিক মাহাতো। বাড়ি আউশগ্রাম থানা এলাকায়। শনিবার সন্ধা পর গলসির চৌমাথার কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২ নং জাতীয় সড়ক ধরে বাসটি বর্ধমান থেকে দুর্গাপুর অভিমুখে যাচ্ছিল। এদিকে গলসির চৌমাথা ফ্লাইওভারের শেষর মুখে একটি পন্নবাহী ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ট্রাক চালক ট্রাকের নিচে ঢুকে কাজ করছিলেন। ওই সময় আচমকা নিয়ন্ত্রণ হারায় বাসটি। দ্রুত এসে সজোরে ট্রাকের পিছনে ধাক্কা মেরে সেঁটে যায়। ঘটনায় গুরুতর জখম হন ট্রাকের চালক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জখম চালককে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এদিকে দুর্ঘটনার জেরে আংশিক ভাবে আঘাত পায় বাসের বেশ কয়েকজন যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এনে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। দুর্ঘটনার জেরে ২ নং জাতীয় সড়কের বর্ধমান দুর্গাপুর লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। গলসি পুলিশ কিছুক্ষণের মধ্যে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।