জয় শ্রীরাম না বললে গলা কেটে নেওয়ার হুমকি বীরভূম জেলার পাইকরে

 

    নিজস্ব সংবাদদাতা-প্রতিদিনের মত সকাল হলেই বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যান ইসমাইল সেখ। ব্যবসার উদ্দেশ্যে বিড়ল গ্রামে পৌঁছলে তাকে সেখানে জয় শ্রী রামের নামে হেনস্থা করা হয় সাথে ধমকি দেওয়া হয় জয় শ্রীরাম না বললে গলা কেটে নেওয়া হবে বলে। এদিন পাইকর থানার ভাদিস্টা গ্রামের পেশায় মশলা ব্যবসায়ী ঐ ব্যক্তি নিয়ম মাফিক পার্শ্ববর্তী বিড়ল গ্রামের গৌতম মন্ডলের মুদিখানার দোকানে মশলা ডেলিভারী করতে যায় ।ঠিক তখনই বিরল গ্রামের এক যুবক ধর্মীয়ভাবে তাকে উত্যক্ত করতে থাকে। ওই যুবক ইসমাইল সেখকে ধরে বারবার বলতে থাকে ”একে ছুরি দিয়ে কেটে ফেলা দরকার, রেখে কোন লাভ নেই”। “গলাকেটে নেওয়া হবে,ভারতের মধ্যে জায়গা নেই তোদের কবরস্থান আসল জায়গা”। ইসমাইল শেখ কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক ভয় দেখিয়ে জামার কলার ধরে প্রচন্ড ধাক্কাধাক্কি ও অকথ্য গালিগালাজ করে জয় শ্রীরাম বলার জন্য জোর করতে থাকে। কোনো ক্রমে সেই ব্যবসায়ী দ্রুত সেখান থেকে ফিরে আসতে সক্ষম হন, নইলে বড় বিপদ ঘটতে পারতো। পরে ইসমাইল শেখ
    বিষয়টি এ্যসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস এর সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানাই। পুলিশকে জানানো হলেও যথারীতি পুলিশ দেরীতে পৌঁছায়। ততক্ষণে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েছে। পুলিশের সামনেই তারা অবস্থান বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত যুবক কে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু করেন। পুলিশ সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।