|
---|
নিজস্ব সংবাদদাতা: কোনো লোনের ব্যাঙ্ক কিংবা গ্রাহক পরিষেবার ব্যাঙ্ক নয়, খোলা হল ডিম ব্যাঙ্ক। যেই ব্যাঙ্কে এবার থেকে টাকা নয়, মিলবে ডিম। কি অবাক হচ্ছেন তাই তো?
অদ্ভুত হলেও এটাই সত্য। খোলা হয়েছে নতুন ব্যাঙ্ক। যার নাম দেওয়া হয়েছে ডিম ব্যাঙ্ক। যেখানে প্রতিমাসে প্রায় লাখ খানেকেরও বেশি ডিম করা হবে বিতরণ।
বিনামূল্যে এভাবে ডিম কেন বিতরণ করা হবে? আর কারাই বা পাবেন এই ডিম? কোন শহরেই বা এমন অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হল? এই প্রশ্নই ঘুরছে সর্বত্র।আর কোথাও নয়, শহর শিলিগুড়িতেই প্রথম চালু এই ব্যাঙ্ক।