খয়রাশোলের রূপুসপুরে বজ্রপাতে মৃত ১ ব্যক্তি

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের লোকপুর থানার রুপুষপুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অলোক চ্যাটার্জী, বয়স ৪২ বছর। বাড়ি রুপুষপুর গ্রামে। জানা গেছে বৃহস্পতিবার বিকেলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্রবল বৃষ্টি হয় বিভিন্ন স্থানে। এই সময়ই ওই ব্যক্তি মাঠ থেকে গরু নিয়ে বাড়ী ফিরছিলেন। সে সময়ই বাজ পড়লে গুরুতর আহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা অজ্ঞান অবস্থায় মাঠ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে নাকড়াকোন্দা হাসপাতালে যান। পাশাপাশি লোকপুর থানার পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতাল পাঠায় । আকস্মিক এই মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।