|
---|
আয়ুব আলি, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা জেলায় জেঠিয়া থানার মাঝিপাড়া মোস্তফা মিশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় ২২শে জানুয়ারি মিশনের পার্শ্ববর্তী ময়দানে। মিশনের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। সারাদিনের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ১০০ মিটার দৌড়,১০০ মিটার অঙ্ক দৌড়, রিলে রেস , লং জাম্প,হাই জাম্প সহ যেমন খুশি সাজো প্রভৃতি প্রতিযোগিতা র পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী শরীফ আলি মণ্ডল, কাশেম আলি মণ্ডল, চুড়িয়া মুর্মু বিশিষ্ট শিক্ষক সমর নাথ চট্টোপাধ্যায় ছিলেন মিশনের সম্পাদক ওসমান আলি মণ্ডল ও পরিচালনা সমিতির সদস্য আয়ুব আলি,সাবিরুল গনি। এদিনের অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা র সফলদের পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও সাংবাদিক বিষ্ণু পদ ভৌমিক কে মিশনের স্মারক প্রদান করে সন্মাননা প্রদান করা হয়।