|
---|
বাইজিদ মন্ডল,ডায়মন্ড হারবার : মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক পত্রিকা প্রকাশিত হল দক্ষিণ বারাসাতের রাধাকুঞ্জ কমপ্লেক্সে। মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিগত চার বছর ধরে নানান ধরনের সমাজসেবামূলক কাজ করে আসে এবং গত বছর থেকেই সেবা কাজের সাথে সাথে সাহিত্যচর্চারও প্রয়াস করে আসছে। ইন্টারনেটের যুগে যেভাবে মানুষ বই ছেড়ে ফোন , কম্পিউটারে আসক্ত হয়ে পড়েছে তা রোধ করতেই তাদের এই প্রয়াস। পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রীকান্ত বধুক এক টাকা পাঠশালার প্রতিষ্ঠাতা, দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদ্ধীপ ভট্টাচার্য, মথুরাপুর গ্রামীণ হসপিটালের BMOH বেনীমাধব মাঝি সহ বিভিন্ন সমাজকর্মীরা। এই বিষয়ে মানবতার সাথে ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি পল্লব হালদার বলেন আজ মানুষ এতটাই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে যে তারা আর বই পড়েন না। কলকাতা বইবেলায় বর্তমানে বইয়ের থেকে ফ্রিসফাই টাই বেশি হয়তো বিক্রি হয়। তাই আমরা মানুষকে সাহিত্যমুখী করে তোলার জন্যই গত বছর থেকে মানবতা পত্রিকা প্রকাশ করার চেষ্টা করছি। ঘন অন্ধকার সাহিত্য জগৎ তে আমাদের মানবতা পত্রিকা ছোট জোনাকির কাজ করলে আমাদের উদ্যোগ সাফল্য লাভ করবে।