|
---|
সুফি রফিক উল ইসলাম : ২৬ ডিসেম্বর পূর্ব বর্ধমানের মেমারির নবপল্লী মাঠে মেমারি পৌরসভার পরিচালনায় বিবেক চ্যালেঞ্জ ট্রফি, মহিলা নক আউট ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলায় বাঁকুড়ার দুমদুনি মহিলা ফুটবল ক্লাব ২-১ গোলের ফলাফলে চিত্তরঞ্জন, এম.আর. বি.সি.কে পরাজিত করে ফাইনালে ওঠে। উত্তেজনা পূর্ণ এই খেলায় প্রতিদ্বন্দ্বী দুই দলের তীব্র লড়াই দর্শকগণ উপভোগ করেন।দর্শক আসনে উপস্থিত ছিলেন পৌরপ্রশাসক ও কয়েকজন কাউন্সিলর সহ কয়েকজন প্রাক্তন ফুটবল খেলোয়াড়।