|
---|
নূর আহমেদ, মেমারি : ১১ ফেব্রুয়ারি। রবিবার রাতে মেমারি থানাতে খবর আসে যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী যার নাম জ্যোতির্ময় বিশ্বাস (বয়স ১৬) বাড়ি মেমারি থানার অন্তর্গত উত্তর মহেশডাঙ্গা ক্যাম্প। রবিবার সন্ধ্যাবেলায় সাইকেল মেরামত করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন কিন্তু রাত্রি পর্যন্ত বাড়ি ফেরেননি। সে কাঁঠালগাছি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সাথে সাথে মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের তৎপড়তায় অনুসন্ধান শুরু করা হয়। জানা যায় মেমারি থানার অন্তর্গতউদয়পল্লির ডিভিসি ক্যানেল পাড়ে তার সাইকেল পরিত্যক্ত অবস্থায় পাই এবং রাত ১১ টা ৩৪ মিনিটে নিখোঁজ ছাত্রের ফোনের টাওয়ার লোকেশন দুর্গাপুর স্টেশন এলাকায় পাওয়া যায়, তার পরে তার ফোন বন্ধ ছিল।
সঙ্গে সঙ্গে মেমারি থানার পুলিশ আরপিএফ ও জিআরপিএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং আরপিএফ দুর্গাপুরের সহায়তায় নিখোঁজ ছাত্রকে দুর্গাপুর স্টেশনে খুঁজে পাওয়া যায়। জানা যায় মাধ্যমিক পরীক্ষার্থী জ্যোতির্ময় বিশ্বাস উদ্দেশ্যহীনভাবে স্টেশনে ঘুরছিল। এরপর আমরা মেমারি থানার একটি দল পাঠানো হয় দুর্গাপুরে। সেখান থেকে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে জ্যোতির্ময় বিশ্বাসকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শুধু তাই নয় সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন পরীক্ষা সেন্টার এ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় মেমারি থানার পক্ষ থেকে । জ্যোতির্ময়ের পরিবার ছেলে কে ফিরে পেয় খুব খুশি এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও মেমারি থানাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে।