|
---|
নূর আহমেদ : সোমবার বেলা ১২ টা নাগাদ ডি ওয়াই এস পি মেমারির ডাকবাংলো অফিসে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে “ফিরে পাওয়া” নামে একটি অনুষ্ঠান এর আয়োজন করা হয়। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া এমন ৪০টি মোবাইল লিখিত অভিযোগের ভিত্তিতে উদ্ধার করেছিল মেমারি থানার পুলিশ। সোমবার হারিয়ে যাওয়া মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় মোবাইল হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। তার পর সেগুলিকে ‘ট্র্যাক’ করে খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়। তার পর সেগুলিকেও উদ্ধার করে আনা হয়।
“ফিরে পাওয়া” শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি ওয়াই এস পি মিজানুর রহমান, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, পালসিট ফাঁড়ির ইনচার্জ সামাউর রহমান, সাতগেছিয়া ফাঁড়ির ইনচার্জ বাণীপ্রসাদ সিং।
মেমারি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মোবাইল ফিরে পাওয়া মালিকরা।