|
---|
আজিজুর রহমান, গলসি : মহাকুম্ভ থেকে উত্তর ২৪ পরগনার বসিরহাট ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি তীর্থযাত্রীবাহী মিনিবাস। বুধবার সকাল ১০টা নাগাদ পূর্ব বর্ধমানের গলসির বড়োমুড়িয়া মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় বাসের চালকসহ কমবেশি ১৫ জন তীর্থযাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বাসযাত্রী সুস্মিতা নাগ জানান, তারা দুটি বাসে করে বসিরহাট এলাকা থেকে কুম্ভ মেলায় গিয়েছিলেন। তিনি পিছনের বাসে ছিলেন, আর দুর্ঘটনাগ্রস্ত বাসটি সামনে ছিল। তার কথায়, আচমকা বাসটির সামনের বাঁ দিকের চাকা ফেটে যায়। ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তার পাশে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।
বাসের খালাসি সাইফুল জানান, বাসের চালকসহ মোট ২৭-২৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে প্রায় ১৫-১৬ জন আহত হন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার কাজে সাহায্য করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গলসি থানার ওসি অরুণ কুমার সোম ও ট্রাফিক ওসি নিয়ামতুল্লাহ মহম্মদ ইব্রাহিম সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি, আংশিক আহতদের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।