সকুল্লাপুর গঙ্গার ঘাটে বাজ পড়ে মৃত এক মৎসজীবি, আহত নয়

নতুন গতি নিউজ ডেস্ক :বাঙ্গীটোলার সকুল্লাপুর গঙ্গার ঘাটে বাজ পড়ে মারা গেলো এক মৎসজীবি।আহত নয় মৎসজীবি। আহতদের মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে । মৃত মৎসজীবির নাম দুলাল চৌধূরী ।(25)। রবিবার সন্ধ্যায় সকুল্লাপুরের ঘাটে এই ঘটনায় গোটা বাঙ্গীটোলা এ লাকাতে শোকের ছায়া নেমে এসেছে । আহত নয় মৎসজীবিদের নিয়ে মালদা মেডিক্যাল কলেজে ছুটে এসেছে বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতে র প্রধান সান্তারা খাতুন ও তার স্বামী রাজু সেখ । পঞ্চায়েত সদস্য মন্টু চৌধূরী ও তৃনমুলের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের সভাপতি সামাউল হক ওরফে লিটন ।
আহত মৎসজীবিরা হলো বিকাশ চৌধূরী অচেলাল চৌধূরী লুটন চৌধূরী রাজেন চৌধূরী মুকেশ চৌধূরী রামসুন্দর চৌধূরী মিঠুন চৌধূরী মাখন চৌধূরী ।
জানা গেছে প্রতিদিনের মতো আজও সকুল্লাপুর গ্রামের 10/12 জন মৎসজীবি একটি নৌকা তে করে গঙ্গা ঘাটে মাছ ধরতে যায়।সন্ধ্যায় হঠাৎ গঙ্গা পাড়ে বৃষ্টি ও বাজ পড়ে । এই সময় একটি নৌকাতে করে মাছ ধরছিলো নয় মৎসজীবি। প্রতিটি মৎসজীবি বাজের আঘাতে আহত হয়ে পড়ে । ঘটনায় গোটা সকুল্লাপুর গ্রামের মানুষ ছুটে আসে । আহত দের মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসে । আহতদের চিকিৎসা চলছে । বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতে র প্রধান সান্তারা খাতুন জানান সকুল্লাপুর গ্রামের মানুষ সকলেই মৎসজীবি। ওরা প্রতিদিন মাছধরে ।হঠাত্ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা আহত মৎসজীবিদের চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ।।মৃত ও আহত মৎসজীবিদের জন্য গ্রাম পঞ্চায়েতে র পক্ষ থেকে যথাসাধ্য সাহায্যর চেষ্টা করা হবে । সকুল্লাপুর গ্রামের বাসিন্দা পঞ্চায়েত সদস্য মন্টু চৌধূরী ও সুশান্ত চৌধূরী
জানিয়েছেন আমাদের গ্রামের সকলেই মৎসজীবি। গঙ্গার ঘাটে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি । মাঝে মাঝে আমাদের নদীতে ঝড় বৃষ্টি বাজ পড়ে ।নৌকা ডুবি হয় । এই বিপদ আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে ।আমরা এখন চাই আমাদের গ্রামের যে নয় জন মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাদের যেন সঠিকভাবে চিকিৎসা হয় ।