শান্তিপুর পৌরসভার উদ্যোগে প্রতিমা বিসর্জনের ঘাটের সৌন্দর্যায়ন কাজ শুরু

নতুন গতি নিউজ ডেস্ক : শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় শান্তিপুরের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাজ চলছে দীর্ঘদিন যাবত।

     

    আজ শান্তিপুর সুত্রাগড় এলাকার মানুষের সুবিধার্থে কালীতলা ও গুপ্তিপাড়া ঘাট রাস্তার পাশে একটি জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের শিলান্যাস করলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান অজয় দে। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম কারিগর ও এলাকার মানুষজন।

    এই অঞ্চলের সমস্ত ঠাকুর বিসর্জন হয় ওই জলাশয় টিতে, স্বাভাবিকভাবেই ঘাটের পরিচর্যা না হওয়াতে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে,

     

    দীর্ঘদিন যাবৎ ওই এলাকার মানুষ জনের দাবি ছিল এখানে একটি ঘাট করার সেই কথা মাথায় রেখে বেশ কয়েকবার পৌরসভার বিভিন্ন অনুষ্ঠানে এসে চেয়ারম্যান এই ঘাট সৌন্দর্য কাজ করার কথা বলেন। কিন্তু ওই জমি ব্যাক্তি মালিকাধীন হওয়াতে জটিলতা দেখা দেয় এবং ওই মালিকাধীন ব্যক্তিরা পুরসভাকে ওই জমি দান করলে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে ওই ঘাট সৌন্দর্য এন এর কাজ শুরু হয়েছে স্বাভাবিকভাবেই সূত্রাগরবাসি খুশির আবহে।