ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আজ একদিনের একটি সাংবাদিকতার প্রশিক্ষণ শিবির

রাহুল রায়, পূর্ব বর্ধমান। ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আজ একদিনের একটি সাংবাদিকতার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়াম হলে। উধবোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মিহির গাঙ্গুলি, সুদীপ্ত সেনগুপ্ত, সংগঠনের রাজ্য সভাপতি সাবা নায়কম, সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত, জেলার সভাপতি দেবব্রত চ্যাটার্জী, সাধারণ সম্পাদক মিথিলেশ রায় সহ আরো অনেকে। জেলার অনেক সাংবাদিক আজ এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন।

    মন্ত্রী স্বপন দেবনাথ বলেন সাংবাদিকরা সমাজের অনেক দিক সকলের সামনে তুলে ধরেন। তবে এর সাথে সাথে আরো বলেন জেলার যে জিনিস বা জায়গা গুলোর প্রচার পাওয়া উচিত সেগুলো ঠিক ঠাক প্রচার পাচ্ছে না। তিনি সাংবাদিকদের সেই দিকটিতে নজর দেওয়ার অনুরোধ করেন।

    বর্ষীয়ান সাংবাদিক মিহির গাঙ্গুলি সাংবাদিকদের খবরের ভাগ, ভাষা ব্যাবহার কিভাবে করতে হবে সে বিষয়ে বুঝিয়ে দেন। সুদীপ্ত সেনগুপ্ত আধুনিক সাংবাদিকতার ও ওয়েব পোর্টাল বিষয়ে আলোচনা করেন। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত এই ধরণের প্রশিক্ষণ শিবির রাজ্যে করার কথা বলেন। এই প্রশিক্ষণ শিবিরের শেষে প্রত্যেক অংশগ্রহণ কারী সাংবাদিকদের শংসাপত্র দেওয়া হয়।