|
---|
নুরউদ্দিন : দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর এলাকার নোটন চন্দ্র দাস (৫৮)গত ১১ ই জানুয়ারি থেকে নিখোঁজ,দেখতে দেখতে ৮দিন কাটলেও এখনও পর্যন্ত খোঁজ মিলল না, স্বামী খুঁজে না পাওয়াই অসুস্থ স্ত্রীকে নিয়ে চিন্তায় পরিবারের সদস্যরা। পরিবার সূত্রেই জানা যায় নোটন চন্দ্র দাস কিছুটা মানসিক ভারসাম্যহীন। হঠাৎ করে গত শনিবার ১১ই জানুয়ারি সাদা ফুলহাতা জামা কালো অথবা খাকি প্যান্ট পরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। ইতিমধ্যেই রায়দিঘী থানায় নিখোঁজ অভিযোগ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তার খোঁজ মিলছে না। বাড়িতে সমস্ত সদস্যদের খাওয়া দাওয়া বন্ধ,এমনকি বিভিন্ন জায়গায় খুঁজতে লোক পাঠানো হয়েছে। কবে আসবে স্বামী পথ পানে চেয়ে অসুস্থ স্ত্রী। অন্যেদিকে রায়দিঘী থানার পুলিশ তদন্ত শুরু করে নোটন চন্দ্র দাসের খোঁজ চালাচ্ছে।