তৃণমূল নেত্রী জন্মদিনে একহাজার মানুষকে কম্বল বিতরণ

আজিজুর রহমান,গলসি : তৃণমূল সুপ্রীম মমতা ব্যানার্জ্জীর জন্মদিন উপলক্ষে এলাকার এক হাজার মানুষকে কম্বল বিতরণ করলেন ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল ও তৃণমূল নেত্রী ফজিলা বেগম। তাছাড়াও এলাকার তিনটি ক্ষুদে ক্লাবের সদস্যদের ফুটবল বিতরণ করা হয়। জানা গেছে, নয় বছর ধরে এলাকার দুস্থ মানু‌ষের কথা মাথায় রেখে তারা ওই কর্মসুচি চালিয়ে আসছেন। তাই এবারে শীতেও বাদ পরেনি এলাকার মানুষ। এই শীতে ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল ও ফজিলা বেগমের এমন উদ্দ্যোগে খুশি হয়েছেন এলাকার মানুষ। তাছাড়াও এলাকার মানুষকে আনন্দ দিতে এদিন সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। তাছাড়াও গেল রাত বারোটার পর দলীয় কর্মীদের সাথে কেক কেটে মমতা ব্যানার্জীর জন্মদিন পালন করা হয়। উপস্থিতি ছিলেন, রাজ্য তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল, জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মহঃ আসরাফ উদ্দিন, গলসি বিধায়ক নেপাল ঘরুই, জামালপুর বিধায়ক, অলোক কুমার মাঝি, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, গলসি ১ ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী, ব্লক আইএনটিটিইউসি সভাপতি বাপ্পাদিত্য রায়, বিদ্যুৎ দপ্তরের কর্মাধক্ষ্য পার্থ সারথি মন্ডল সহ দলীয় নেতা কর্মীরা।