|
---|
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সুতি থানার নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সাগর দাস এবং মদন কুন্ডু নামে দুই যুবক রেল লাইনের ধারে বোমা রেখেছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এদিকে পুলিশের দাবি, রেললাইনের পাথর কালো প্যাকেট করে রেলের পাশে ফেলে রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল তারা। কোনরকম বোমা ছিল না বলেও জানিয়েছে পুলিশ। যদিও সাধারণ মানুষের দাবি, ২০২১ সালে এই নিমতিতা স্টেশনে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উপর বোমা হামলা করা হয়। কিন্তু এই মুহূর্তে হঠাৎ কি উদ্দেশ্যে এবং কেন রেল লাইনের ধারে ওই দুই যুবক বোমা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলো, তার তদন্ত হওয়া উচিত। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ। কোনরকম খারাপ উদ্দেশ্য ছিল কিনা তাও তদন্তের দাবী জানিয়েছেন সাধারণ মানুষ। রেললাইনে বোমা আতঙ্ক ঘিরে সাধারণ মানুষ এবং ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্কও পরিলক্ষিত হয়।