রাজনগরের হীরাখুনি মোড় এলাকায় গাড়ি দূর্ঘটনায় মৃত ১

 

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের হিরাখুনি মোড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । সিউড়ির দিক থেকে রাজনগরের দিকে একটি লরি যাওয়ার সময় হিরাকুনি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই রাস্তায় দিয়ে যাওয়া এক ফেরিওয়ালার ওপরে লরিটি চাপা পড়লে ঘটনাস্থলেই ওই ফেরিওয়ালার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রপুর থানার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে লরি চাপা পড়া ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ লরিটি আটক করেছে।

    নতুন গতি

    News Publication