| |
|---|
নূর আহমেদ, মেমারি : হিন্দুধর্মের মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা পূর্ণব্রক্ষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ১৫জানুয়ারি,বুধবার বেলায় পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকার সোমেশ্বর তলা পুকুর পাড়ের দক্ষিণ দিক থেকে ডংঙ্কা কাসি ও মতুয়া নিশান সহযোগে প্রায় ২০০ মতুয়া ভক্ত শোভাযাত্রা করলেন মতুয়া সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ – শান্তি মাতার মূর্তি নিয়ে। শোভাযাত্রা স্টেশনবাজার, চকদিঘীমোড় হয়ে মেমারি তারকেশ্বর রোড দিয়ে পারিজাত নগর উদয়পল্লী পশ্চিমে পুরাতন হরি মন্দিরে শেষ হয়। জানা যায় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মহা সংঘের উদ্যোগে পারিজাত নগর উদয়পল্লী পশ্চিমে পুরাতন হরি মন্দিরে ঠাকুর হরিচাঁদ – শান্তি মাতার মূর্তি স্থাপন করা হবে। শুনবো মতুয়া সমাজের বিশিষ্ট প্রতিনিধি ও শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস কী জানালেন


