| |
|---|

নুরউদ্দিন : সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক মন্তব্য ঘিরে ফের তুমুল চাঞ্চল্য রাজনৈতিক মহলে। সোমবার লোকসভায় বক্তব্য রাখার সময় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী “বঙ্কিমদা” বলে সম্বোধন করেন। এই মন্তব্যের জেরে সংসদে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দেশের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিককে এমন অনৌপচারিক ও কদর্যভাবে উল্লেখ করা বাংলার গৌরব এবং মনীষা ঐতিহ্যের প্রতি স্পষ্ট অসম্মান। তাঁদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়-বহুবার বিজেপি নেতৃত্ব বাংলার মনীষীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। কখনও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কখনও সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়-প্রতিবারই বাংলার ইতিহাস ও সংস্কৃতির প্রতি অবজ্ঞা ফুটে উঠেছে বিজেপির বক্তব্যে।
এই পরিস্থিতিতে আজ সকালে দিল্লির সংসদের সেন্ট্রাল হলে নীরব প্রতিবাদে শামিল হন তৃণমূল সাংসদরা। তাঁদের হাতে ছিল বাংলার মনীষীদের প্রতিকৃতি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রামমোহন রায়-সহ অন্যান্যদের ছবি। কোনও স্লোগান নয়, নিঃশব্দে মনীষীদের ছবি তুলে ধরেই তাঁদের প্রতীকী প্রতিবাদ।সাংসদদের বক্তব্য,এটি বাংলার আত্মসম্মান রক্ষার লড়াই। যারা আমাদের মনীষীদের অবমাননা করেন, তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোই আমাদের দায়িত্ব। তৃণমূলের দাবি, রাজনৈতিক স্বার্থে বিজেপি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আক্রমণ করছে, যা দেশের সাংবিধানিক মূল্যবোধ ও বহুত্ববাদের পরিপন্থী। সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের নীরব প্রতিবাদ।


