|
---|
আজিজুর রহমান, গলসি : নূরকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। সেখানে সেফ ড্রাইভ সেভ লাইফ, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রায় ১৫০ জন শিক্ষার্থী এই শিবিরে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই শৈলেন্দ্রনাথ উপাধ্যায়, ওসি অরুণ কুমার সোম এবং সাইবার থানার সাব-ইন্সপেক্টর রাতুল ঘোষ। মূলত গ্রামাঞ্চলে বাল্যবিবাহ রোধ, সাইবার অপরাধ দমন ও পথ দুর্ঘটনা হ্রাস করতে পুলিশের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।