|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির ভাষাপুল মোড় সংলগ্ন জাতীয় সড়কে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক বেসরকারি ঠিকা সংস্থার ইঞ্জিনিয়ারের। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মৃতের নাম ইন্দ্রজিত শুভ্যা। বয়স আনুমানিক ২৯ বছর। তিনি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। গলিগ্রামের লকগেট সম্প্রসারণের কাজে কর্মরত ছিলেন। সহকর্মী ইসমাইল মন্ডল জানান, সকাল ১০টা নাগাদ বাইক নিয়ে গলিগ্রাম থেকে পুরসা হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছিলেন। পথে ভাষাপুলের কাছে একটি লড়ি তাকে ধাক্কা মারে। যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়কে। খবর ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের প্রচেষ্টায় জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।