| |
|---|
সেখ সামসুদ্দিন, ১২ জানুয়ারিঃ আজ বিবেক জয়ন্তী উপলক্ষে মেমারি পৌরসভার উদ্যোগে মেমারি বইমেলায় প্রভাতফেরী, স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান, অঙ্কন প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা করা হয়। পরে মেমারি জি টি রোড চকদিঘি মোড়ে বিবেক মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ। এদিন রাজ্যের সর্বত্র বিবেক জয়ন্তী পালন করা হয়। মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন শিক্ষক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কৌশিক মল্লিক, সদস্য পীযূষ বোস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


