|
---|
নূর আহমেদ : মেমারি শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা মেমারি সম্প্রীতি ঐক্যের পথচলা শুরু গত ১৫ অগাস্ট ২০২৪। আজ শুক্রবার একাধিক কর্মসূচির মাধ্যমে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা সহ বিশাল র্যালি, হাসপাতালে ফলবিতরণ ও রেলস্টেশনে অসহায় মানুষদের মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করলো মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা। এদিন বামুনপাড়া মোড়ে সকালে মেমারি সম্প্রীতি ঐক্যের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক শতরূপা দাস, সঙ্গে ছিলেন মেমারি আবগারি দপ্তরের আধিকারিক মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন মেমারি থানার এস আই দেবাশীষ রায় ও এ এস আই নানু দাস। মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি সেখ আশরাফুল বলেন সারাবছ রায় র ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সংস্থার সদস্যরা নিয়োজিত।