ঝাপান ডাঙ্গার আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় শারদ সম্মান প্রদান

লুতুব আলি, ঝাপান ডাঙ্গা : পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে শারদ সম্মান প্রদানের সঙ্গে সঙ্গে এই জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একই উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাপান ডাঙ্গার আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ২২ টি সার্বজনীন দুর্গা পূজা কে পরিক্রমা করে শারদ সম্মান ২০২৪ প্রতিযোগিতার বিচারে সফল দূর্গা পূজা কমিটিগুলোকে পুরস্কৃত করা হয়। আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শা বলেন, ১০ ও ১১ অক্টোবর এই দুই দুইদিন এলাকার প্রায় হাজারখানে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কান্তি ঘোষ, কল্পনার সাঁতরা সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। রমজান শা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং মেহমুদ খান মহাশয়ের স্নেহধন্যে আমরা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছি। আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে এই পঞ্চায়েতের অন্তর্গত বাইশটি পূজা কে পঞ্চায়েতের পক্ষ থেকে পরিক্রমা করা হলো। বিচারক মন্ডলীর সিদ্ধান্ত অনুসারে তিনটি বিভাগে পুরস্কার তুলে দেওয়া হবে যথাক্রমে সেরা মন্ডপ, সেরা প্রতিমা ও পরিবেশ পরিচ্ছন্নতা এই বিষয়ের ওপর। কলকাতা ও শহরতলীর পূজা মন্ডপ গুলিকে টেক্কা দিতে না পারলেও এখানকার বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য। অন্যদিকে আঝাপুর বারোয়ারি উদ্যোগে ও আজাপুর গ্রামের সদস্য রাকিব মোল্লার উদ্যোগে এবং পাঁচ শিমুল বারোয়ারির উদ্যোগে শতাধিক দুস্থ মানুষদের বিনামূল্যে নতুন বস্ত্র প্রদান করা হয়। পঞ্চায়েতের প্রতি নিধিরা আন্তরিকভাবে প্রয়াস চালানোয় এই মহতী অনুষ্ঠানটি হয়। পুজো পরিক্রমা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রমজান শা, পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।