পুরশুড়া জষাড় বাইতুল ফান্ড একাডেমি ট্রাস্টের এক সম্প্রীতিসভা৷

সংবাদদাতাঃ আজ হুগলী জেলার পুরশুড়া জষাড় বাইতুল ফান্ড একাডেমি ট্রাস্টের এর পরিচালনায় এক সম্প্রীতিসভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাবাবীয়া মিশনের সম্পাদক সেখ সাহিদ আকবার ও মুন্সি আবরার সমাজসেবী, মাওলানা সেবগাতুললাহ৷এই অনুষ্ঠানে অনেক মানুষ উপস্থিত ছিলো এবং সকল ছাত্র ছাত্রী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।