চুরি যাওয়া বাইক মালদা থেকে উদ্ধার করল রাজনগর থানার পুলিশ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    চুরি যাওয়া বাইক মালদা থেকে উদ্ধার করল রাজনগর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত ওই চোরকে সিউড়ি আদালতে পেশ করা হল।
    গত ১২ই জুলাই রাজনগরের ডাকবাংলো থেকে এক ব্যক্তির বাইক চুরি হয় বিষয়টি তিনি সেদিন সন্ধ্যায় রাজনগর থানায় লিখিতভাবে জানান।।
    রাজনগর থানার OC তাপস দত্তের নেতৃত্বে শুরু হয় তদন্ত।
    রাজনগর থানার SI অরিন্দম দেবনাথ, ASI মদন সরকার, ASI মহম্মদ গিয়াস উদ্দিন ও ও ভিলেজ পুলিশ দেবু ওঝার তৎপরতা এবং নিরলস প্রচেষ্টায় ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ বাইক চোরকে রামপুরহাট থেকে গ্রেফতার করে। পুলিশ ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাইকটির সন্ধান পায়। ধৃত চোরকে পরদিন সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃত ব্যক্তির কাছ থেকে সন্ধান নিয়ে চুরি যাওয়া বাইকটি মালদা থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
    বৃহস্পতিবার ধৃত ওই চোরকে পুনরায় সিউড়ি আদালতে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হল।
    ২৪ ঘণ্টার মধ্যেই বাইক চোরকে গ্রেফতার এবং বাইক উদ্ধার হওয়ায় রাজনগর থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বাইকের মালিক সহ এলাকাবাসীরা।