সেচ্ছায় রক্তদান শিবির।

নূর আহমেদ, মেমারি : ১৫ ফেব্রুয়ারি,৪ দিন ব্যাপী মেমারীর পারিজাতনগরে অনুষ্ঠিত হওয়া হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের বাৎসরিক মহোৎসব, শনিবার রক্তদানের মত সামাজিক কর্মসূচি মধ্যে দিয়ে শেষ হলো। উদ্যোক্তাদের পক্ষ থেকে ড. কৃষ্ণপদ বিশ্বাস বলেন রক্তদান শিবিরে মোট ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত শল্য চিকিৎস ডাঃ সুশীল মুর্মু, মেমারী থানার ওসি প্রিতম বিশ্বাস সহ অন্যান্।রা। ৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানে রক্তদান সহ হরিনাম সংকীর্তন, পূজা পাঠ, অন্নক্ষেত্র আনন্দবাজার, কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, কবিগান, যাত্রাপালা অনুষ্ঠিত হয়।