| |
|---|
নিজস্বসংবাদদাতা : কলকাতা শহরের বুকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’। মঙ্গলবার মধ্যরাত্রি থেকে বুধবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে রাজপথের ধারে শুয়ে থাকা অসহায় ফুটপাতবাসীদের হাতে শীতবস্ত্র ও ডেঙ্গু সচেতনতার বার্তা-সহ মশারি তুলে দেন সংস্থার সদস্যরা।
মানবতার প্রতিষ্ঠাতা সম্পাদক জুলফিকার আলি পিয়াদা-র তত্ত্বাবধানে আয়োজিত এই রাত্রিব্যাপী কর্মসূচিতে প্রায় দেড়শো জন ফুটপাতবাসীর হাতে কম্বল ও মশারি বিতরণ করা হয়। শীতের দাপটে খোলা আকাশের নীচে রাত্রিযাপনকারী মানুষদের শীতবস্ত্র দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হয়।
চতুর্থ বর্ষে পদার্পণ করা এই কর্মসূচির সূচনা হয় এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে। এরপর পার্ক সার্কাস, মৌলালি, শিয়ালদহ, রাজাবাজার ও ধর্মতলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ও আনাচে-কানাচে শুয়ে থাকা অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র ও মশারি তুলে দেন মানবতার সদস্যরা। নতুন কম্বল ও মশারি পেয়ে ফুটপাতবাসীদের মুখে হাসি ফুটে ওঠে এবং তাঁরা দু’হাত ভরে আশীর্বাদ জানান সংস্থাকে।
এই প্রসঙ্গে মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা বলেন, অনাথ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংস্থার মূল লক্ষ্য। পাশাপাশি নিম্ন ও মধ্য মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ, ফ্রি কোচিং সেন্টার পরিচালনা, উৎসবের মরশুমে বস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো, প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন এবং পেশাভিত্তিক উচ্চশিক্ষায় স্বল্পপরিসরে স্কলারশিপ প্রদানের মতো একাধিক সেবামূলক কাজ মানবতা নিয়মিতভাবে করে চলেছে। আগামী দিনে সংস্থার আরও বৃহৎ পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
২৪ ডিসেম্বর বুধবার রাতে অনুষ্ঠিত এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা, রাজারহাট পুর্তি স্টার অ্যাপার্টমেন্টের সদস্যবৃন্দ, সমাজকর্মী পাপিয়া পাল, চিকিৎসক আসাদুল আখুঞ্জি, মোহাম্মদ ফিরোজ, আশিক বিল্লাহ, নার্স পারুলি সেখ, আশরাফুল সরদার, বাবুসোনা মোল্লা, খুরশিদ আলম-সহ আরও অনেকে। এদিন সংস্থার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় পাশে দাঁড়ানো সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা


