রুবিন রুইদাসের পচাগলা দেহ।

সেখ আব্দুল আজিম, জাঙ্গিপাড়া :  ৪০ দিন পর উদ্ধার রুবিন রুইদাসের পচাগলা দেহ। জাঙ্গিপাড়ার কানাইপুরের নৃশংস এই খুনের ঘটনায় জড়িত রবিন রুইদাসের শ্বশুরবাড়ির লোক। এই ঘটনায় গ্রেফতার তার স্ত্রী, শশুর, শ্যালকসহ চারজন। কানাইপুরের শ্মশানতলা সংলগ্ন চাষ জমির মাঝে পরিতক্ত ডিপটিউবওয়েল থেকে উদ্ধার হয় রবিন রুইদাসের পচাগলা মৃতদেহ। আজ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে আজ জাঙ্গিপাড়া থানায় প্রেস কনফারেন্সে একথা জানালেন হুগলি গ্রামীণ জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায়, পাশাপাশি প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলে SDPO শ্রীরামপুর তমাল সরকার, CI চন্ডীতলা সন্দীপ গাঙ্গুলি ও জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজিরউদ্দিন আলি।