|
---|
আর.এ.মন্ডল, ইন্দাস : সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। সেইমত আজ বাঁকুড়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দ-এর জেলা কার্যালয়, মাদ্রাসা ইসলামিয়া খলিলিয়া (কাঁটাদিঘী) প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা জমিয়তের সম্পাদক, তথা মাদ্রাসা ইসলামিয়া খলিলিয়ার মুহতামিম হযরত হাফিজ আকিল আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের কোষাধ্যক্ষ সেখ শামসুজ্জোহা, সহ-সম্পাদক আমির আলী মন্ডল, সহ-সভাপতি প্রাক্তন ক্যাপ্টেন মাওলানা শামসুদ্দিন মহাম্মদ ইউনাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য এবং ভারতীয় সংবিধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিগণ। পরিশেষে দু’আর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুরূপ একটি প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়।জেলার অন্যতম কাঁটাদিঘী বালিকা মাদ্রাসা- “জামেয়া উম্মে কুলসুম লিল বানাত”– এ । উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালকদের মধ্যে খালিদ সাইফুল্লাহ্, মোহাম্মদ ইউনাস প্রমুখ।