|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : বৃহস্পতিবার সাগরদিঘী কামোদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়ের কালচারাল কমিটি ও ছাত্র-ছাত্রীদের বিশেষ সহযোগিতায় ১১ তম নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। এদিনের নবীন বরণ অনুষ্ঠানে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান কলেজের উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা সহযোগিতা করেন, এছাড়াও সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষথেকে প্রত্যেক নবীন ছাত্র ছাত্রীদের হাতে একটি করে ডাইরি ও কলম দেন এবং ব্লক সভাপতি নূরে মেহেবুব আলম প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে একটি করে কভার ফাইল ও ডাইরি- কলম তুলেদেন। নবীনবরণ অনুষ্ঠানে সংগীত, নৃত্য সহ ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে মেতে ওঠে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বিখ্যাত সংগীত শিল্পী সুস্মিতা বিশ্বাসের গানে মেতে ওঠে ছাত্র -ছাত্রীরা। উপস্থিত ছিলেন কলেজের প্রেসিডেন্ট মোঃ সোহরাব, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সাগরদিঘী কলেজের অধ্যক্ষ শিবপ্রসাদ মাইতি, ব্লক সভাপতি নূরে মেহেবুব আলম, প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, প্রাক্তন শিক্ষক শচীন পাল, মোমিনুল হক, তনুশ্রী মন্ডল, সমিরন সরকার, মমিনুল হক, জয়দেব ভাস্কর, আসিফ আলী বিশ্বাস প্ৰমুখ।