|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : সাগরদিঘী ব্লকে ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার পাটকেলডাঙ্গা অঞ্চলের নতুন পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৫৫ বছরের কামিরুদ্দিন শেখ নামের এক ব্যক্তির। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কামিরুদ্দিন শেখ এক বন্ধুর বাড়িতে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এই সময় অসাবধানতাবশত ট্রান্সফরমারের হ্যান্ডেল সঠিকভাবে না নামিয়েই তিনি বিদ্যুৎ সংযোগ করতে যান। ফলে তিনি তড়িদাহত হন এবং উচ্চতা থেকে নিচে পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে এখনও সাধারণ মানুষ সচেতন নয়, ফলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের তরফে এই বিষয়ে সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন এলাকাবাসীরা।
মৃত কামিরুদ্দিন শেখের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং প্রতিবেশীরা।